দেশীয় বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আনতে ভারত থেকে দৈনিক ৬ হাজার টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্তের প্রথম দিনেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০০টি আইপি ইস্যু করেছে।
এসব আমদানি অনুমতির আওতায় আমদানিকারকেরা প্রতিদিন নির্ধারিত পরিমাণ পেঁয়াজ আনতে পারবেন। তবে প্রতি আইপির বিপরীতে সর্বোচ্চ ৩০ টনের বেশি পেঁয়াজ আমদানি করা যাবে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের অতিরিক্ত পরিচালক বনি আমিন খান জানান, গত আট দিনে সরকার মোট ১৯ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এর আগে ৭ ডিসেম্বর থেকে প্রতিদিন ৫০টি আইপির বিপরীতে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন ছিল। তাতেও বাজারে কাঙ্ক্ষিত প্রভাব না পড়ায় আমদানির পরিমাণ বাড়ানো হয়।
টিসিবির তথ্য অনুযায়ী, রোববার ঢাকার বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৮০ থেকে ১৪০ টাকায়। ব্যবসায়ীরা জানান, আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দামও সাম্প্রতিক দিনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মন্তব্য করুন: