[email protected] শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম বন্দরে ট্যারিফ প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম, না মানলে বন্দর বন্ধের হুমকি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের ৪১ শতাংশ বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। দাবি না মানলে বন্দর বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শনিবার চট্টগ্রামের নেভি কনভেনশন হলে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন চৌধুরী। তিনি জানান, ১৪ অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল, তবে জুলাই সনদ নিয়ে ব্যস্ত থাকায় তখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন সনদ স্বাক্ষর হয়ে গেছে, তাই দ্রুত পদক্ষেপের দাবি জানান তিনি।

আমির হুমায়ুন বলেন, মাশুল বৃদ্ধিতে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশের ব্যবসায়ী সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এই দাবিকে তিনি সারাদেশের মানুষের দাবি হিসেবে তুলে ধরেন।

সভায় জানানো হয়, রোববার থেকে প্রতিদিন চার ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা।

চেম্বারের সাবেক পরিচালক আমিরুল হক বলেন, কিছু মাশুল বাড়ানো যৌক্তিক হলেও ইচ্ছেমতো বৃদ্ধির প্রতিবাদ হওয়া উচিত। তিনি বিশেষভাবে ৩০০% গেটপাস ফি বৃদ্ধির সমালোচনা করেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর