বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এক্সিবিশন উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ-চীনের যৌথ সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতা তুলে ধরা হচ্ছে এবং ট্রেড ও বিনিয়োগে নতুন সংযোগ তৈরি হবে।
শেখ বশির উদ্দিন আরও বলেন, উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও এগোতে পারে। দেশের অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বৃদ্ধির জন্যও চীনের সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, আগামী রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ নিয়ে আলোচনা হবে। প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি ও চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
মন্তব্য করুন: