[email protected] রবিবার, ১৭ আগস্ট ২০২৫
২ ভাদ্র ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে তেল সরবরাহ শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে জ্বালানি তেল সরবরাহের বাণিজ্য কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের স্বয়ংক্রিয় বা ডিজিটাল ব্যবস্থায় প্রবেশ করলো বিপিসি।

আজ ১৬ আগস্ট সকালে পতেঙ্গায় ডেসপাস টার্মিনালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘এতে জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এতে বছরে তেল পরিবহনে বিপিসির সাশ্রয় হবে ২৫০ কোটি টাকা।’

আগামীতে দুর্নীতি ও অপচয় কমিয়ে প্রকল্প ব্যয় কমানোর আহ্বান জানান তিনি। এদিকে গুরুত্বপূর্ণ এ পাইপলাইন রক্ষণাবেক্ষণে ও নিরাপত্তার জন্য জনগণ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল হাসান।

২৭ মে. টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৩,৭০০ কোটি টাকা। পদ্মা অয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটির বাস্তবায়ন করছে সেনাবাহিনীর-২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেড।

তবে পাইপলাইন জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি পরিচালনা করবে নবগঠিত পেট্রোলিয়ম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডকে। এই পাইপলাইনের মাধ্যমে ৩০ শতাংশ তেল যাবে ঢাকা অঞ্চলে।

সোর্স: এখন টিভি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর