[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

সিন্ডিকেটের থাবায় অস্থির পেঁয়াজের বাজার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

পেঁয়াজের মৌসুম শেষ হওয়া, আমদানির বন্ধ এবং টানা বৃষ্টির অজুহাতে দেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে।

৩১ জুলাই খুচরা বাজারে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৫৫ টাকা, যা ১ আগস্ট বেড়ে ৬০ টাকা এবং ৮ আগস্ট পৌঁছায় ৮৫ টাকায়। গতকাল ১০ আগস্ট তা ৯০ টাকা পর্যন্ত উঠে গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম সহনীয় রাখতে এবং আমদানিকে সচল করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করবে বলে জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন।

রাজধানীর কাওরান বাজারে প্রতি ৫ কেজি দেশি পেঁয়াজের দাম বর্তমানে ৩৪০-৩৬০ টাকা, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ৯০-১১০ টাকা বেশি। খুচরা বাজারে কেজিপ্রতি দাম ৮০-৮৫ টাকা পর্যন্ত উঠেছে। 

কাওরান ও নয়াবাজারের বিক্রেতারা বলছেন, সরবরাহে ঘাটতির কথা বলা হলেও আড়তগুলোতে প্রচুর পেঁয়াজ মজুত রয়েছে, কিন্তু দাম বেশি থাকার কারণে বাড়তি খরচ করে কিনে বিক্রি করতে হচ্ছে। 

সোর্স: স্বদেশ প্রতিদিন  

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর