বাংলাদেশ চলতি অর্থবছর ২০২৪-২৫ সময়ে (জুলাই-এপ্রিল) দশ মাসে ৪,০২০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
গত অর্থবছরের একই সময়ে পণ্য রপ্তানি হয়েছিল ৩,৬৬১ কোটি ডলার মূল্যের। সেই হিসেবে গত বছরের এই সময়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৯.৮৩ শতাংশ।
চলতি বছরের শুধু এপ্রিলেই রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩০১ কোটি ডলারে, যা আগের অর্থবছরের এপ্রিলের ২৯৯ কোটি ডলারের তুলনায় ০.৮৬ শতাংশ বেশি।
জানা গেছে, তৈরি পোশাক (আরএমজি) খাত রপ্তানির ক্ষেত্রে তার শীর্ষস্থান ধরে রেখেছে। খাতটি থেকে ৩,২৬৪ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।
২০২৫ সালের এপ্রিলে তৈরি পোশাক পণ্যের রপ্তানির পরিমাণ ছিল ২৪০ কোটি ডলার, যা ২০২৪ সালের এপ্রিলে ছিল ২৩৮ কোটি ডলার। এতে দেখা যায় মাসিক প্রবৃদ্ধি হয়েছে ০.৪৪ শতাংশ।
সোর্স: চ্যানেল ২৪
মন্তব্য করুন: