[email protected] শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২

ইসরায়েল যুক্তরাষ্ট্রের পালিত কুকুর: খামেনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

ফাইল ছবি

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাধা কুকুর’ আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ১৬ জুলাই এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

যেকোনও নতুন হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত জানিয়ে খামেনি বলেন, ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতে দেয়া জবাবের চেয়েও তেহরানের বেশি সক্ষমতা রয়েছে। ইরান কখনওই শত্রুর সামনে দুর্বল নয়। কারণ সামরিকসহ প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা রয়েছে তেহরানের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার বাঁধা কুকুরের ইহুদি সাম্রাজ্যকে মুখোমুখি মোকাবেলায় আমরা প্রস্তুত। একটি জাতি, একটি দেশ ও একটি সামরিক বাহিনীর এই আত্মবিশ্বাস রয়েছে। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইহুদি রাজ্যটি একটি ক্যান্সার এবং আমেরিকা তার অপরাধের সহযোগী বলেও মন্তব্য করেন তিনি। খামেনি বলেন, আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং সংঘাত চাইও না। তবে শত্রুপক্ষ আঘাত করলে জবাব বিধ্বংসী হবে। সে বিষয়ে যেন সবাই অবগত থাকে।

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার প্রশংসাও করেন তিনি। বলেন, আমেরিকার স্পর্শকাতর স্থানে অভিযান তেহরানের সক্ষমতার একটি নমুনা মাত্র।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর