ajbarta24@gmail.com বুধবার, ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১

'হোলি বছরে একবার আসে, জুম্মার নামাজ আসে ৫২ বার'- বিতর্কে পুলিশ কর্মকর্তার মন্তব্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ১৪:০৩ পিএম

সংগৃহীত

অন্য দেশের সংখ্যালঘুদের নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো ভারতে তাদের দেশের সংখ্যালঘুদের ওপরই হচ্ছে অন্যায় অত্যাচার। যা নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ১৪ মার্চ হিন্দুধর্মালম্বীদের মহাউৎসব হোলিকে কেন্দ্র করে মুসলমানদের জুম্মার নামাজের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে সে দেশের এক পুলিশ কর্মকর্তা।

উত্তর প্রদেশের সেই পুলিশ কর্মকর্তা মিডিয়ার সামনে সরাসরি বলছে মুসলমানদের রং নিয়ে সমস্যা হলে ঐ দিন নামাজ পড়ার দরকার নেই। শুধু এতটুকুই নয় তিনি আরও বলেছেন হোলি বছরে ১ বার আসে আর জুম্মার নামাজ বছরে ৫২ বার। একদিন নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে এমন উদ্ভট মন্তব্যও করেন তিনি। জানা গেছে উত্তর প্রদেশের ওই পুলিশ কর্মকর্তার নাম আনুজ চৌধুরী। তার এমন উদ্ভট বক্তব্যের পর পুরো রাজ্যজুড়ে শুরু হয়েছে সমালোচনা। ভারতীয় হিন্দুরাই বিরোধীতা করছে এমন মন্তব্যের। ভারতীয় বিজেপি সরকারের অন্যতম আস্থাভাজন আনুজ চৌধুরী এমন কথাও শোনা যাচ্ছে। ভারতীয়রাই বলছেন পুলিশে চাকরি না করে তাকে সরাসরি মোদির বিজেপিতে যোগ দিতে।

অনেকেই ঢাল হয়ে দাঁড়িয়েছেন মুসলমানদের পক্ষে। ভারতীয় হিন্দুরা বলছেন মুসলমানরা নামাজ পড়বে দরকার হলে আমরা দাঁড়িয়ে পাহারা দেবো কার সাহস আছে পারলে আটকাও। অপরদিকে পুলিশ কর্মকর্তার এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। লামিয়া লামি নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘এটা কি সেই ভারত? যারা বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে বানোয়াট মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়? দাদারা আমাদের দেশে এসে দেখে যান হিন্দুদের কখনো হোলি খেলতে বাধা দেয়া হয় না। তবে আপনারা কেন মুসলমানদের নামাজ পড়তে দেবেন?’

ভারতের মোদি সরকার যে ইসলাম বিদ্বেষী কট্টর হিন্দুত্ববাদি তা আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশে মুসলমানদের ওপর নির্যাতন করে যাবে দিনের পর দিন আর মিথ্যা প্রোপাগান্ড ছড়িয়ে দেবে বাংলাদেশ নিয়ে এমনটিই যেনো রীতি হয়ে দাঁড়িয়েছে ভারতের বিজেপি সরকারের জন্য। যে ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর করা হয় নির্যতন, দেওয়া হয় না নামাজ পড়তে তারা কোন সাহসে বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট কথা বলে এমন প্রশ্নও রাখেন নেটিজেনরা।

সোর্স: ইনকিলাব 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর