[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রতি তিনজন নারীর একজন যৌন সহিংসতার শিকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

ছবি : সংগৃহীত

বিশ্বের প্রতি তিনজন নারীর একজন তাঁর জীবনে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন, এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নির্মূল–দিবসকে সামনে রেখে সংস্থাটি ২০০০–২০২৩ সাল পর্যন্ত ১৬৮টি দেশের তথ্য বিশ্লেষণ করে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়, এসময়ের মধ্যে ৮৪ কোটিরও বেশি নারী যৌন সহিংসতার অভিজ্ঞতা পেয়েছেন।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দুই দশকেও এই চিত্র প্রায় অপরিবর্তিত।

ডব্লিউএইচও জানায়, যৌন সহিংসতার শিকার নারীদের বড় অংশই স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা নির্যাতিত হয়েছেন। কেবল চলতি বছরেই ৩১ কোটি ৬০ লাখ নারী সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতন সহ্য করেছেন। সংস্থার সহকারী মহাপরিচালক জেরেমি ফারার বলেন, এ তথ্য মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন এবং বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় সংকটের প্রতিচ্ছবি। তাঁর মতে, এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে নারীর শারীরিক, মানসিক, যৌন ও প্রজনন স্বাস্থ্যে এবং শিশু ও সমাজেও।

ডব্লিউএইচও বলছে, সংঘাতপূর্ণ অঞ্চল, অস্থিতিশীল রাষ্ট্র, অনুন্নত দেশ এবং জলবায়ু–ঝুঁকিপূর্ণ এলাকা—এগুলোতেই সহিংসতার হার বেশি। তবুও সংকট মোকাবিলায় বিনিয়োগ খুবই কম: ২০২২ সালে বৈশ্বিক সহায়তার মাত্র ০.২% ব্যয় হয়েছে নারী–নির্যাতন প্রতিরোধ প্রকল্পে, আর ২০২৩ সালে তা আরও কমেছে।

সংস্থা মনে করে, এই সংকটকে অবহেলা নয়—বরং বৈশ্বিক অগ্রাধিকার হিসেবে মোকাবিলা করা জরুরি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর