ajbarta24@gmail.com সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নারী নিহত


প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:১২ পিএম

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কোয়ান্তান রাজ্যের পাহাংয়ের জালান কুয়ান্তান বাইপাসে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নেহেরিমা সুলতানা নিহামনি (২১) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে রাস্তা পারাপারের সময় অপরদিক থেকে আসা পেরোদুয়া মাইভি গাড়ির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


কুয়ান্তান জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান মো. জাহারি ওয়ান বুসু জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় পেরোদুয়া মাইভি গাড়িটি ফুটসাল কোর্ট থেকে ইন্দেরা মাহকোটার দিকে যাচ্ছিল। এমন সময় পথচারী বাংলাদেশি নারী হঠাৎ বাম দিক থেকে রাস্তার মাঝখানে রাস্তা অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন।

তবে, এই দুর্ঘটনায় ২২ বছর বয়সি গাড়ির চালক আহত হয়নি।


ময়নাতদন্তের জন্য বর্তমানে মৃতদেহ টেন্গু আম্পুয়ান আফজান হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার বিষয়ে ওয়ান মোহাম্মদ জাহারি তদন্তে সহায়তা করতে তথ্য সরবরাহের জন্য প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর