[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২

২৪ ঘন্টা না পেরোতে আবার ৩.৩ মাত্রায় ভুমিকম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১৫:১১ পিএম

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থলও বাইপাইল এলাকা।

এর মাত্র এক দিন আগে, শুক্রবার সকালে . মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জসহ সারাদেশ কেঁপে ওঠে। সেই কম্পনে শিশুসহ ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে। নরসিংদীতে সবচেয়ে বেশি পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। বেশ কিছু ভবনে ফাটল হেলে পড়ার ঘটনাও দেখা গেছে।

আবহাওয়া অফিস জানায়, গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। তার ঠিক পরদিনই কাছাকাছি বাইপাইল এলাকায় আবার ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকরা বলছেন, কম মাত্রার এসব কম্পন মূল ভূগর্ভস্থ চাপের ধারাবাহিকতা হতে পারে; তবে বড় ঝুঁকি আছে কি না তা জানতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর