ajbarta24@gmail.com মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১

পর্যটনবাহী ট্রেনের ধাক্কায় হাতি আহত!


প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪ ১৭:১০ পিএম

ছবি: সংগ্রহ

ক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটনবাহী ট্রেন এলিফ্যান্ট ওভারপাসের পাশে আসলে হাতিটিকে ধাক্কা দেয়।

 

লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যের পাশে এলিফ্যান্ট ওভারপাসের পাশে ট্রেনের ধাক্কায় একটি হাতি আহত হয়েছে।

১৩ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে চুনতি বন রেন্জ কর্মকর্তার কার্যলয় সংলগ্ন এলিফ্যান্ট ওভারপাসের পাশে এ ঘটনা ঘটেছে।

চুনতি বন্যপ্রাণী ও অভয়ারণ্য  রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটনবাহী ট্রেন এলিফ্যান্ট ওভারপাসের পাশে আসলে হাতিটিকে ধাক্কা দেয়। এতে হাতিটির কানের অংশসহ দু-এক জায়গা আঘাত লেগেছে, ডান পা মচকে গেছে। ধারণা করা হয় হাতিটি তখন রেলপথ পারাপারের চেষ্টা করছিল।

এ বিষয়ে লোহাগাড়া একটি থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।

আজিজনগর অভয়ারণ্য বনবিট কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, ডুলাহাজারা সাফারী পার্কের চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ, মো. জুলকার নাঈমের তত্বাবধানে হাতিটি চিকিৎসা হচ্ছে। 

স্থানীয় লোকজন জানিয়েছে, বিকাল থেকে হাতিটিকে হাঁটতে দেখা গেছে।

 

আজবার্তা/এসএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর