ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

মমতাজের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪ ১৮:১১ পিএম

ছবি: সংগৃহীত

সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে আলোচিত ৪ হত্যাকাণ্ডের ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে।

সোমবার (৪ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজসহ ১০৭ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এ মামলার বাদী নিহত আলমগীর হোসেনের স্ত্রী সিংগাইরের গোবিন্দল মোল্লাপাড়া গ্রামের মো. রফেজ উদ্দিনের মেয়ে রাফেজা (৩৭)।


বাদী আলমগীরের স্ত্রী রাফেজার অভিযোগ, পুলিশ আসামিদের বিরুদ্ধে আইনানুগ দায়িত্ব পালন করেনি। বরং উল্টো তারাই পুলিশের পোশাক পরিধান করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে হত্যাকাণ্ডে অবৈধভাবে অংশ নিয়েছে।

রাফেজার আরও অভিযোগ, স্বামীর দাফনের কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে মামলার সাক্ষী মিঠু চেয়ারম্যানকে এজাহার দিতে পাঠান। কিন্তু কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে উল্টো তাদেরই মামলায় আসামি বানানোর হুমকি দেয়।

২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সিংগাইর পৌর এলাকার গোবিন্দল নতুন বাজার বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে হয়। ওই সংঘর্ষে ৪ জন নিহত হন।
প্রসঙ্গত, মমতাজের বিরুদ্ধে ৪ নভেম্বর হত্যা মামলা দায়ের করার আগে চলতি বছরই আরও দুটি মামলা দায়ের করা হয়। অক্টোবর মাসে করা ওই দুই মামলায় বাদী ছিলেন নিহতের দুই স্বজন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর