হালের আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। সম্প্রতি শেষ হয়েছে এটির চতুর্থ সিজন। এরপর থেকে নতুন সিজনের জন্য অপেক্ষায় দর্শকরা। ‘ব্যাচেলর পয়েন্ট-৫’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাই নতুন সিজনের খবর জানালেন সংশ্লিষ্টরা।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভের নির্মাতা কাজল আরেফিন অমি ভক্তদের সুসংবাদ জানান। নিজের ফেসবুক পেজে ইঙ্গিত দেন, খুব শিগগিরই আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’-র নতুন সিজন।
নির্মাতার সঙ্গে এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ আসছে। তবে সবকিছুই এখন পর্যন্ত পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ এখনও শুরু হয়নি।
নির্মাতা অমি আরও বলেন, দর্শক কবে থেকে নতুন সিজন পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। সবকিছু ঠিক করে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেব।
কবে আসতে পারে নতুন সিজন? এমন প্রশ্নের উত্তরে নির্মাতা বলেন, ২০২৫ সালেই আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প।
সর্বপ্রথম ২০১৭ সালে প্রকাশিত হয় এ সিরিয়ালটি। দর্শক মহলে তা দারুণ সাড়া ফেললে একে একে তৈরি সিরিয়ালটির চার সিজন। সর্বশেষ ২০২২ সালে ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪ শেষ হয়। জনপ্রিয় নাটকটি একদল ব্যাচেলরের জীবন নিয়ে তৈরি।
সিজন ফোর থেকে সিজন ফাইভ বেটার করতে চান নির্মাতা। এ কারণে বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে হচ্ছে তাকে। সেই ভাবনাগুলো একসঙ্গে করেই দর্শকদের সামনে আসবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ। তাই ততক্ষণ অপেক্ষা করতে হবে ভক্তদের।
মন্তব্য করুন: