[email protected] বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা আর নেই। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সংগীতশিল্পী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাঞ্জাবি সংগীত অঙ্গনে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি মারা যান।

গত ২৭ সেপ্টেম্বর হিমাচলপ্রদেশে ভয়াবহ বাইক দুর্ঘটনায় রাজবীরের মাথা ও মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। এরপর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত চলে গেলেন না-ফেরার দেশে।

পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া রাজবীর ‘কালী জওয়ান্দে দি’, ‘মিট্টি দ্য বীর’, ‘শিকারি’সহ বহু হিট গানে কণ্ঠ দিয়েছেন। তিনি ছিলেন একাধারে গায়ক, গীতিকার ও মিউজিক ভিডিও মডেল।

তার মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত অঙ্গন। গায়ক দিলজিৎ দোসাঞ্জ শোক জানিয়ে বলেন, “রাজবীর অসাধারণ মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন। ঈশ্বর যেন তাকে শান্তি দেন।”

রাজবীরের অকাল প্রয়াণে হারাল পাঞ্জাবি সংগীত এক উদীয়মান তারকা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর