[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ভারতে আবারও নিষিদ্ধ পাকিস্তানি তারকারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

ফাইল ছবি

পেহেলগামকাণ্ডের পর পাকিস্তানের ক্রিকেটার ও অভিনেতাদের একাধিক অ্যাকাউন্ট ভারতে দেখা যায়নি। পরে ভারত সরকার জানায়, হুমকি থাকায় এসব অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিয়েছে।

গত মঙ্গলবার (১ জুলাই) নিষিদ্ধ সেসব তারকাদের কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে আবারও সেগুলো বন্ধ করে দিয়েছে ভারত।

পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিসহ আরও অনেকের অ্যাকাউন্ট মঙ্গলবার আনব্লক করা হলেও একদিন পর ফের তা ব্লক করে দেওয়া হয়। 

বৃহস্পতিবার সকাল থেকে আফ্রিদি, মাওরা হোকানে, ইয়ুমনা জাইদি, হানিয়া আমির এবং ফাওয়াদ খানের মতো জনপ্রিয় তারকাদের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না ভারতীয়রা। 

এর আগে অনেক ভারতীয়ই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ ‘ব্যান পাক কনটেন্ট’ ট্রেন্ড করতেও শুরু করেন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানের এসব তারকাদের অ্যাকাউন্টে ঢুকলে তাতে লেখা ছিল, ‘এই অ্যাকাউন্টটি ভারতে পাওয়া যাচ্ছে না। এর জন্য একটি আইনি অনুরোধ মেনে চলেছি আমরা।’ 

তবে অভিনেতা ফাওয়াদ খান, মাহিরা খান ও হানিয়া আমিরের অ্যাকাউন্ট বুধবারও ভারতের কিছু কিছু জায়গায় প্রবেশযোগ্য ছিল না।

এর আগে গত মে মাসে ভারত সরকার একটি নির্দেশনায় সব ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং সার্ভিস ও ডিজিটাল ইন্টারমিডিয়ারিদের পাকিস্তান থেকে তৈরি ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্ট ও অন্যান্য মিডিয়া কনটেন্ট বন্ধ করার নির্দেশ দেয়।

ভারত সরকারের মতে, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা বা আইন-শৃঙ্খলার জন্য হুমকি যেন এসব কন্টেন্ট না হয়, তাই এই ব্যবস্থা।

এতে পাকিস্তানি জনপ্রিয় কিছু ইউটিউব চ্যানেলও ভারতে বন্ধ করে দেওয়া হয়। এর প্রায় দুই মাস পর হুম টিভি, এআরওয়াই ডিজিটাল ও হার পাল জিও-র মতো বিনোদন চ্যানেলগুলো আবার ভারত থেকে চালু হয়। শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও দেখা যাচ্ছিল।

তবে বুধবার (২ জুলাই) যখন কয়েকটি পাকিস্তানি অ্যাকাউন্ট ভারতে ফের দেখা যায়, তখন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক জরুরি আবেদন জানায়। এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানি নাগরিক, শিল্পী, ইনফ্লুয়েন্সার ও বিনোদন সংস্থার সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া চ্যানেল ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এআইসিডব্লিউএ। এরপরই আবারও কিছু সোশ্যাল মিডিয়া বন্ধের ঘটনা ঘটে।

সোর্স: যুগান্তর 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর