ajbarta24@gmail.com বুধবার, ২ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১

শাকিবের জন্মদিনে অপু-বুবলীর প্রতিযোগিতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫ ১৫:০৩ পিএম

ফাইল ছবি

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান পা দিলেন ৪৪-এ। শুক্রবার (২৮ মার্চ) তার জন্মদিন। ক্যারিয়ারে একের পর এক সিনেমা উপহার দিয়ে ঢালিউডে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন তিনি।

তবে শুধু সিনেমাই নয়, শাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা কম হয়নি। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন তিনি, যদিও এখন দুজনই তার অতীত। তবে জন্মদিনের দিনে ব্যক্তিগত টানাপোড়েন ভুলে নায়কের প্রতি ভালোবাসা জানাতে ভোলেননি তার সাবেক দুই স্ত্রী।

অপু বিশ্বাস ফেসবুকে শাকিবের সঙ্গে পুরনো এক ছবি পোস্ট করে লিখেছেন, "শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।" সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি ও হ্যাশট্যাগ "আমার শাহরুখ খান"। অন্যদিকে, শবনম বুবলী লিখেছেন, "শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।" তিনিও ভালোবাসার ইমোজি যোগ করেছেন ক্যাপশনে।

সোশ্যাল মিডিয়ায় অপু-বুবলীর পোস্ট ভাইরাল হয়ে যায় দ্রুতই। শাকিবের ভক্তরা তাকে শুভেচ্ছায় ভাসালেও, অনেকেই মজার ছলে সাবেক দুই স্ত্রীর প্রতিযোগিতা নিয়ে মন্তব্য করেছেন।

শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ওপার বাংলাতেও রয়েছে তার বেশ জনপ্রিয়তা। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’।

এদিকে, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’। দর্শকদের জন্য এটি হতে পারে আরও এক বড় চমক।

সোর্স: ইত্তেফাক

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর