ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদনে জানা যায়, মামা গোবিন্দর শারীরিক
ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদনে জানা যায়, মামা গোবিন্দর শারীরিক অবস্থার আপডেট দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস শেয়ার করেছেন অভিষেক।
মঙ্গলবার (১ অক্টোবর) অভিষেক তার ইন্সটাগ্রামে লেখেন, মামা এখন ভালো আছেন। সবার প্রার্থনা ও দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। সবাইকে তাই ধন্যবাদ। স্রষ্টা করুণাময়।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিশেষ সাক্ষাৎকারে অভিষেক জানান, মামার (গোবিন্দ) গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে দেখতে যান।
পায়ে ১০টি সেলাই পড়েছে গোবিন্দর। হাঁটুর দুই ইঞ্চি নিচে গুলিবিদ্ধ স্থানে হয়েছে সফল অস্ত্রোপচার। তাই দুইদিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়িতে যেতে পারবেন অভিনেতা।
প্রসঙ্গত, মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজের লাইসেন্স করা রিভলবার থেকে পায়ে গুলিবিদ্ধ হন গোবিন্দ। প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করলে দ্রুত হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয় ৬০ বছর বয়সী অভিনেতাকে।
মন্তব্য করুন: