গত বছরের মাঝামাঝি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই ইউটিউব ট্রেন্ডিংয়ে দেশি গান, নাটক উধাও হয়ে যায়। ২০২৪ সালের শেষের দিকে আবার ফিরতে শুরু করে। গানের ট্রেন্ডিংয়ে তো বড় সময় দখল করেছিলেন তামান্না ভাটিয়া। ‘স্ত্রী ২’ সিনেমায় তাঁর আইটেম গান ‘আজ কি রাত’ অনেক দিনই শীর্ষে ছিল। নতুন বছরের প্রথম দিনের সকালে কী অবস্থা? জেনে নেওয়া যাক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ পাঁচে কোন নাটক, গান রয়েছ
গত বছরের মাঝামাঝি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই ইউটিউব ট্রেন্ডিংয়ে দেশি গান, নাটক উধাও হয়ে যায়। ২০২৪ সালের শেষের দিকে আবার ফিরতে শুরু করে। গানের ট্রেন্ডিংয়ে তো বড় সময় দখল করেছিলেন তামান্না ভাটিয়া। ‘স্ত্রী ২’ সিনেমায় তাঁর আইটেম গান ‘আজ কি রাত’ অনেক দিনই শীর্ষে ছিল। নতুন বছরের প্রথম দিনের সকালে কী অবস্থা? জেনে নেওয়া যাক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ পাঁচে কোন নাটক, গান রয়েছে।
ছোট পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর। গত ২৬ ডিসেম্বর গানওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে মালাইকা অভিনীত, মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ‘সন্ধিক্ষণ’। মুক্তির পর থেকেই নাটকটি পছন্দ করেছেন দর্শকেরা। গল্প, নির্মাণ আর জোভান-মালাইকার অভিনয় মনে ধরেছে তাঁদের। বাংলাদেশ থেকে আজ সকালে ইউটিউব ট্রেন্ডিংয়ের দুই নম্বরে রয়েছে নাটকটি। শীর্ষ পাঁচে অবশ্য আর কোনো নাটক বা গান নেই।
মুক্তির পর ছয় দিনে ভিউ পেয়েছে ৬২ লাখ ৫২ হাজারেরও বেশি। ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘরে ‘সন্ধিক্ষণ’ নিয়ে লিখেছেন অনেক দর্শক। একজন লিখেছেন, ‘মালাইকা চৌধুরীর নাটক দেখিনি, মনে হচ্ছে মেহজাবীনের নাটক দেখছি! কার কার আমার মতো ফিল (অনুভূতি) হচ্ছে!’ আরেক দর্শক লিখেছেন, ‘অনেক বড় অভিনয়শিল্পী হয়ে উঠুন। বোনের মতো সম্মান পান।’
ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিকে আবার কয়েকটি বাংলা গান রয়েছে। তালিকার শীর্ষ যদিও গত মাসে মুক্তি পাওয়া বহুল চর্চিত ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গান ‘কিসসিক’। আল্লু অর্জুন ও শ্রীলীলাকে দেখা গেছে গানটিতে।
দুই নম্বরে রয়েছে ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটি। মিম ও রেদওয়ান তামিম হৃদয়ের গাওয়া গানটির কথা ও সুর হৃদয়ের।
তিনে রয়েছে ‘খাঁটি গরুর দুধ’। রাসেল বাবু ও আফরোজ জাহান আশার গাওয়া গানটি লিখেছেন ও সুর করেছেন সিদ্দিকুর রহমান।
তালিকার চার নম্বরে আবারও রয়েছে ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটি। তবে এটি রয়েছে শিল্পী মিমের চ্যানেল থেকে।
পাঁচে রয়েছে ইমরান ও পড়শীর ‘কথা একটাই’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন ইমরান।
মন্তব্য করুন: