ajbarta24@gmail.com মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১

১৬ মাস বয়সী পুত্র রোমান পাচিনোকে নিয়ে দারুণ সময় কাটছে ৮৪ বছর বয়সী অস্কারজয়ী হলিউড অভিনেতা আল পাচিনোর

পিতৃত্ব উপভোগ করছেন ৮৪ বছরের আল পাচিনো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪ ২২:১০ পিএম

Al Pacino_02

গত বছরের জুনে চতুর্থ সন্তানের বাবা হয়েছেন এই অভিনেতা। প্রেমিকা নুর আলফাল্লাহ ও আল পাচিনোর সংসারে এসেছেন রোমান। এটিকে ‘মিরাকল’ ঘটনা বলেছেন পাচিনো।

আলফাল্লাহ ছাড়া সাবেক প্রেমিকাদের সঙ্গে আল পাচিনোর আরও তিন সন্তান আছে।
পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাচিনো জানান, পিতৃত্ব দারুণ উপভোগ করছেন তিনি। তিনি বলেন, ‘সন্তান থাকাটা দারুণ, আমি এটি (পিতৃত্ব) ভালোবাসি। এটি আমার জীবন বদলে দিয়েছে।’

এর মধ্যে আল পাচিনো আত্মজীবনী লিখছেন। ‘সনি বয়’ নামের বইটি ১৫ অক্টোবর প্রকাশিত হবে।

‘দ্য গডফাদার’ (১৯৭২), ‘স্কারফেস’ (১৯৮৩), ‘সেন্ট অব আ ওম্যান’ (১৯৯২)-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন আল পাচিনো। এর মধ্যে ‘সেন্ট অব আ ওম্যান’-এ অভিনয় করে তিনি অস্কার পুরস্কারও জিতে নিয়েছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর