বছর শেষ হতে চলেছে। কিছু তারকা বিয়ের খবর দিয়ে এসেছেন আলোচনায়। কেউ আগে থেকেই জানিয়েছিলেন বিয়ের খবর। বিয়ে করে সংসারী হয়েছেন। অনেকে আবার বিচ্ছেদের পথে হেঁটেছেন। তারকাদের বিবাহ-বিচ্ছেদ নিয়েই এই সালতামামি ফিচার। তিন বছর আগে মিডিয়াকে বলেছিলেন, সমান উচ্চতার ছেলে পেলেই বিয়ে করবেন মৌসুমী হামিদ। সমান উচ্চতা না পেলেও কম উচ্চতার একজনকে বিয়ে করেছেন এই অভিনয়শিল্পী। বছরের শুরুতে বিয়ের খবরটি জানান তিনি।
বছর শেষ হতে চলেছে। কিছু তারকা বিয়ের খবর দিয়ে এসেছেন আলোচনায়। কেউ আগে থেকেই জানিয়েছিলেন বিয়ের খবর। বিয়ে করে সংসারী হয়েছেন। অনেকে আবার বিচ্ছেদের পথে হেঁটেছেন। তারকাদের বিবাহ-বিচ্ছেদ নিয়েই এই সালতামামি ফিচার।
তিন বছর আগে মিডিয়াকে বলেছিলেন, সমান উচ্চতার ছেলে পেলেই বিয়ে করবেন মৌসুমী হামিদ। সমান উচ্চতা না পেলেও কম উচ্চতার একজনকে বিয়ে করেছেন এই অভিনয়শিল্পী। বছরের শুরুতে বিয়ের খবরটি জানান তিনি। বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে 'রূপকথা নয়' ও 'গুটি' উল্লেখযোগ্য। ১১ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জোভানের বিয়ের ছবি প্রকাশ
মৌসুমী হামিদের বিয়ের পরদিনই প্রকাশ্যে আসে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিয়ে খবর। ১২ জানুয়ারি সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন জোভান। তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মধ্যরাতে ফেসবুকে ছবি পোস্ট করে নিজেই জানান বিয়ের খবর। হঠাৎ করে বিয়ের খবরে চমকে গেছেন অভিনেতার ভক্ত- শুভাকাঙ্ক্ষীরা। দেড় বছরের প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে করেন জোভান।
নাজিয়া হক অর্ষা
কবে, কখন, কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন, সে বিষয়ে কিছুই না বললেও ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা। জানান, নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তারা। অর্ষা বলেছিলেন, বছরখানেক ধরেই পারিবারিকভাবে দুজনের বিয়ের কথাবার্তা চলছিল। এর মধ্যে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তা পিছিয়ে যায়। মা অনেকটা সেরে ওঠার পর মায়ের পরামর্শেই বিয়েটা সেরে নেন তারা।
জিনাত সানু স্বাগতা
২০২৩ সালের শেষ দিকে আবার বিয়ের ঘোষণা দিয়েছিলেন জিনাত সানু স্বাগতা। ঘোষণা অনুযায়ী গত ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। স্বাগতার বর হাসান ব্যবসায়ী। তবে গানও করেন তিনি। স্বাগতা ও হাসান দুজন একসঙ্গে একাধিক গান প্রকাশ করেছেন। বিয়ে প্রসঙ্গে স্বাগতা জানান, একদিন ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী, হাসান আজাদের সঙ্গে। তার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন। কিছুদিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি এ বছরের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন করেছেন। শোচনীয়ভাবে হেরেছেনও। নির্বাচনে হারার এক মাস পর ১৬ ফেব্রুয়ারি রাতে ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান, তিনি তার স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের কথা জানালেও সেই তারিখ জানাননি মাহি। মাহির কাছ থেকে পাওয়া আচমকা এ খবরে অবাক হন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। বিনোদন অঙ্গনে তার কাছের মানুষদের মতে, স্বামীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তারা আলাদা আছেন।
আরিফিন শুভ
বছরের প্রথম মাসে মায়ের মৃত্যু হয় ঢালিউড তারকা আরিফিন শুভর। এই শোক কাটতে না কাটতে জুলাইয়ে জানালেন বিবাহবিচ্ছেদের খবর। সন্ধ্যায় জানানো সেই খবর শুভর ভক্তদের জন্য ছিল ভীষণ বেদনার। শুভর এ ঘোষণার মধ্য দিয়ে তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। শুভ জানান, ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেছেন আরিফিন শুভ।
মন্তব্য করুন: