[email protected] শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২

অতিরিক্ত নয়, ন্যায্য নম্বর দিয়ে সত্য গ্রহণ করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

ছবিঃ সংগৃহীত

অতিরিক্ত নম্বর নয়, ন্যায্য নম্বর দিয়ে সত্য গ্রহণ করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফল নিয়ে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, আগে ভালো ফল দেখাতে গিয়ে শেখার উদ্দেশ্যকে সংকটে ফেলা হয়েছিল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এ বছরের এইচএসসির ফল অনেককেই অবাক করেছে। ফলাফল ভালো দেখাতে গিয়ে শেখার উদ্দেশ্যকে সংকটে ফেলেছিল। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য একটাই, সৎ ও বাস্তব শিক্ষা ব্যবস্থা।’

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২০২ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেনো সবাই ফেল করেছে তা জরিপ করে চিহ্নিত করে পরিকল্পনা করা হবে বলে জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

আন্দোলনরত শিক্ষকদের বিষয়ে রেহানা পারভীন বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের শতাংশভিত্তিক বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে। শিক্ষকদের জন্য যতটুকু করা দরকার, ততটুকু করা হয়েছে, সমস্যা সমাধানের জন্য ৮ শতাংশ বাড়ানো আলোচনাধীন।’

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর