[email protected] বুধবার, ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো'তে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জুলাই ২০২৫ ২১:০৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৫। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষা নিতে আগ্রহীদের সঠিক দিক নির্দেশনার জন্য আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

অস্ট্রেলিয়াভিত্তিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান লুমোস গ্লোবাল এ অনুষ্ঠানের আয়োজন করে। ২৯ জুন প্রতিষ্ঠানের রাজধানীর বনানী শাখায় আয়োজিত এডুকেশন এক্সপোতে রেজিষ্ট্রেশন করেন সহস্রাধিক শিক্ষার্থী। অংশ নেয় ২০টির বেশি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

স্বপ্নপূরণের দিকনির্দেশনা নিতে সকাল থেকেই লুমোস গ্লোবালে আসতে শুরু করেন উচ্চ শিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীরা। সরাসরি কথা বলেন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে। জেনে নেন, কিভাবে অস্ট্রেলিয়ায় পড়াশোনা শুরু করা যায়, কোন কোর্স বা বিশ্ববিদ্যালয় তাদের জন্য উপযুক্ত, কিভাবে স্কলারশিপ পাওয়া যায়, এবং ভিসা আবেদন প্রক্রিয়াসহ উচ্চ শিক্ষার নানান বিষয় নিয়ে। এক্সপো-তে শিক্ষার্থীদের অন স্পট অ্যাসেসমেন্ট করিয়ে, অফার লেটারও দেওয়া হয়।

অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার ব্যাপারে যারা ‘দ্বিধাদ্বন্দ্বে’ ভুগছিলেন, তারা পেয়েছেন ‘ফ্রি প্রোফাইল অ্যাসেসমেন্ট’ সুবিধা। যেখানে লুমোস গ্লোবালের অভিজ্ঞ কনসালটেন্টরা শিক্ষার্থীদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে পরামর্শ দিয়েছেন; আলোচনা করেছেন, ক্রেডিট ট্রান্সফার, আইইএলটিএস রেজিস্ট্রেশন, পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট এবং পার্ট-টাইম চাকরির সম্ভাবনা নিয়েও।

ইভেন্টে অংশ নেয়া শত শিক্ষার্থীদের একজন ইভান। এইচএসসি পাশ করা ইভান উচ্চ শিক্ষায় অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক। এক্সপো-তে অংশ নিয়ে লুমোস গ্লোবালের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, “আমি কোর্স সিলেকশন নিয়ে দ্বিধায় ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে কথা বলে আমি আমার কোর্স নির্ধারণ করতে পেরেছি।”

লুমোস গ্লোবালের কর্ণধার হাসান আবদুল গোফরান জানান, “আমরা চাই শিক্ষার্থীরা সবকিছু জেনে বুঝে অস্ট্রেলিয়ায় যাক। সেজন্যই এই এক্সপো-র আয়োজন।”

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটটি র‌্যাকিং ২০২৫ অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্ট্রেলিয়ার মোট নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীদের জন্য ৫০ হাজারের বেশি কোর্স এবং ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ অফার করে অস্ট্রেলিয়া। ২৫ হাজারেরও বেশী বাংলাদেশী শিক্ষার্থী বর্তমানে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে, বাংলাদেশী শিক্ষার্থীদের নিজস্ব কমিউনিটি/ ছাত্র সংগঠন। যেখানে ঘটা করে বাংলাদেশের সংস্কৃতি ও জাতীয় দিবসগুলো পালন করা হয়।

যারা এডুকেশন এক্সপো-তে উপস্থিত থাকতে পারেননি, অথবা যারা ব্যক্তিগতভাবে আরও বিস্তারিত তথ্য ও সহায়তা নিতে চান, তারা লুমোস গ্লোবালের বনানী ও ধানমন্ডি অফিসে চলে যেতে পারেন। সপ্তাহে ছয় দিন—শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে লুমোস গ্লোবাল। যেখানে অভিজ্ঞ শিক্ষা পরামর্শকরা আপনাকে কোর্স নির্বাচন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, স্কলারশিপ প্রসেসিং, ভিসা ফাইলিংসহ সবকিছুতে গাইড করবে।

লুমোস গ্লোবালের এডুকেশন এক্সপো-তে এসে অস্টেলিয়ায় নিজের পড়াশোনা জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বুশরা কবির। এক্সপো থেকে লাইভ করে, অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার ব্যাপারে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

গত ৯ বছর ধরে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে লুমোস গ্লোবাল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, চায়না, শ্রীলঙ্কা, মালেয়শিয়া এবং ফিজিতেও কার্যক্রম পরিচালনা করছে লুমোস গ্লোবাল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর