[email protected] সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

আবাসিক হলে আসন বরাদ্দ স্থগিত, হল গেটে অবস্থান চবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ মে ২০২৫ ১৪:০৫ পিএম

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ ফরহাদ হোসেন হলের শিক্ষার্থীদের আসন বরাদ্দের পর সেশন সংক্রান্ত সমস্যার অজুহাতে বেশ কিছু শিক্ষার্থীর আসন বরাদ্দ স্থগিত করা হয়েছে। এরই প্রতিবাদে কাঁথা-বালিশ নিয়ে হল গেটে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় আসন বঞ্চিত শিক্ষার্থীরা।

রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় আসন বঞ্চিত বেশ কিছু শিক্ষার্থী দ্রুত আসন বরাদ্দের দাবিতে হল গেটে অবস্থান করে।

শিক্ষার্থীরা জানায়, প্রশাসন কর্তৃক সরবরাহকৃত ফর্ম অনুযায়ী যথাযথ নিয়মে আবেদন করে মেধার ভিত্তিতে শহিদ ফরহাদ হোসেন হলে সিট বরাদ্দ পাবার পর সাক্ষাৎকারে হঠাৎ আবেদনে ইয়ার সংক্রান্ত সমস্যার উল্লেখ করে আমাদের সিট স্থগিত করে দেয়। সমস্যার সমাধানে প্রভোস্ট থেকে আইসিটি সেল হয়ে প্রক্টর অফিস, প্রো-ভিসি অফিসে ১৩ এপ্রিল থেকে এখন অবধি আমাদের ঘুরানো হচ্ছে ।

ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভুলে তৈরি হওয়া সমস্যার কারণে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে আমাদের। আসন বরাদ্দ দেওয়ার পর অনেক শিক্ষার্থী এখন হলে থাকছেন। অথচ আমরা আসন বরাদ্দ পাওয়ার পরেও এখনো হলে থাকতে পারছি না। তাই নিরুপায় হয়ে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি।

শারীরিক শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থ দে বলেন, বিশ্ববিদ্যালয়ের আসন বরাদ্দের তালিকায় স্থান পায়। সেই ভিত্তিতে আমি আমার ভাড়া বাসা ছেড়ে দিই এবং হলে ওঠার প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ভাইভা বোর্ডের তালিকায় আমার নাম না থাকায় আমি এখন চরম দুরবস্থার মুখে পড়েছি। বর্তমানে আমার কোনো আবাসন ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করলেও এ বিষয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আমি বিশ্ববিদ্যালয় হলের গেটে অবস্থান করছি।

শহীদ ফরহাদ হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তাদের আশ্বস্ত করেছি। অবস্থান নেওয়া শিক্ষার্থীরা এখন ফিরে যাবে। আমরা আগামীকাল শিক্ষার্থী এবং প্রশাসনের সাথে বসে বিষয়টি সমাধান করব।

সোর্স: চ্যানেল ২৪

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর