চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যেখানে গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।
এদিকে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। আর সবমিলিয়ে মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী।
পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়াও নির্ধারিত শর্ট কোড- 16222 এ নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— SSC স্পেস দিয়ে (বোর্ডের প্রথম তিন অক্ষর) স্পেস দিয়ে (রোল নম্বর) স্পেস 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে (যেমন: SSC Dha 123456 2025)।
এ বছর গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে শেষ হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরবর্তীতে ১৫ থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সবমিলিয়ে চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সোর্স: চ্যানেল২৪
মন্তব্য করুন: