রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত শিক্ষার্থীর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩ মার্চ) দ্বিতীয় রোজায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করেন তারা।
মসজিদ ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, আসরের নামাজের পর পরই শিক্ষার্থীরা দলে দলে কেন্দ্রীয় মসজিদে আসতে শুরু করেন। এ সময় তারা মসজিদের ভেতরে এবং মসজিদ সংলগ্ন বাগানে ইফতারির জন্য সারিবদ্ধভাবে বসেন। এ ছাড়াও নারীদের জন্য মসজিদের বাগানে আলাদা ইফতারির ব্যবস্থা করা হয়। ফলে মসজিদ প্রাঙ্গণে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
ইফতারে অংশগ্রহণ করতে আসা ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আজাদ হোসাইন বলেন, রোববার থেকে আজকের আয়োজন অনেক ভালো ছিল। এখানে বন্ধু-বান্ধব একসঙ্গে ইফতার করতে এসে খুবই ভালো লাগছে। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিটা দিন মনে হচ্ছে ঈদের মতো। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
ইইই বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক হিরা বলেন, আজকের পরিবেশনা খুব ভালো লেগেছে। কাল সব এলোমেলো হলেও আজকের আয়োজন গোছালো হয়েছে। আমি এত মানুষের সঙ্গে আগে কখনও ইফতার করিনি। অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে এখানে মেলা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য।
সার্বিক বিষয়ে জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমরা আজ প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করেছি। যা রোববারের তুলনায় প্রায় ৩ গুণ। আজকে আমরা আশা করছি সব ঠিকঠাক মতো হবে। এজন্য সবার সাহায্য প্রয়োজন যাতে কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়।
এ ছাড়াও শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন খান (প্রশাসন), উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান (শিক্ষা), রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
উল্লেখ্য, প্রথমবারের মতো রাবি প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়েছে।
সোর্স: Rtv news
মন্তব্য করুন: