বিসিএস প্রশাসন ক্যাডারের দীর্ঘ বঞ্চিতদের মধ্য থেকে আরও একজন পদোন্নতি পেয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. খ. ম. কবিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয
বিসিএস প্রশাসন ক্যাডারের দীর্ঘ বঞ্চিতদের মধ্য থেকে আরও একজন পদোন্নতি পেয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. খ. ম. কবিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য করুন: