ajbarta24@gmail.com মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১

টেকনাফে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২ পিএম

সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে দুই লাখ ইয়াবাসহ সাত রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, আটক ব্যক্তিরা হলেন— মো. ইয়াসিন, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, দীন মোহাম্মদ, মো. সাবের, মো. জাকারিয়া ও আব্দুর রহমান। আটকরা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি বলেন, কোস্টগার্ড ও র‍্যাব যৌথভাবে চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে এ অভিযান চালায়। মিয়ানমারের দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলারকে সন্দেহ হলে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা থামার নির্দেশ দেন। পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে সেটি আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা।

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর