প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম
সন্ধ্যার পর থেকে নিহত ফারুক দৌলতদিয়া যৌনপল্লি এলাকাতেই ছিলেন। রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
রাজবাড়ীর গোয়ালন্দে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা শনিবার রাত ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় ঘটে।
নিহত ওই যুবকের নাম ফারুক হোসেন (২৬)। তিনি দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার পল্লি চিকিৎসক শহিদ ডাক্তারের ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে নিহত ফারুক দৌলতদিয়া যৌনপল্লি এলাকাতেই ছিলেন। রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, পুলিশের প্রাথমিক ধারণা, ফুটবল টুর্নামেন্টের চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের আধিপত্য বিস্তারের জন্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজবার্তা/এসএইচ
মন্তব্য করুন: