ajbarta24@gmail.com সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৯ পৌষ ১৪৩১

রেলওয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, গ্রেপ্তার আরও ২

ক্রাইম ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪ ২১:১১ পিএম

ছবি : গ্রাফিক্স

বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন নিয়োগ পরীক্ষায় ২২ জনকে গ্রেপ্তার করা হলো।

বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন নিয়োগ পরীক্ষায় ২২ জনকে গ্রেপ্তার করা হলো।

সিআইডি জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসা থেকে মজনু মিয়া ও আজ বুধবার সকালে বিজি প্রেসের সামনে থেকে আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই বিজি প্রেসের কর্মচারী।

আজ সন্ধ্যায় সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা রেলের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে বেরিয়ে এসেছে।

৮ জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁদের মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় ৯ জুলাই পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে মামলা করে সিআইডি। পরে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করে সিআইডি।

এর আগের দিন ৭ জুলাই বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর পিএসসির অধীন অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয়। এর পরদিন প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সিআইডি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর