অনেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য নখ বড় রাখেন। বিশেষ করে নারীদের মধ্যে নেইলপলিশ দিয়ে নখ সাজানোর চল খুবই সাধারণ। তবে এসব নখ সাধারণত সপ্তাহে একবার কেটে ছোট করা হয়। কিন্তু ভিয়েতনামের শিল্পী লু কং হুয়েন ৩৪ বছর ধরে একবারও হাতের নখ কাটেননি! আর সেই অসাধারণ ধৈর্যের ফলেই তিনি গড়েছেন বিশ্বের সবচেয়ে লম্বা নখের রেকর্ড।
তার নখের মোট দৈর্ঘ্য এখন ৫৯৪.৪৫ সেন্টিমিটার (১৯ ফুট ৬ ইঞ্চি), যা একটি প্রাপ্তবয়স্ক জিরাফের উচ্চতার চেয়েও বেশি। প্রতিটি আঙুল থেকে ঝুলছে পেঁচানো বিশালাকৃতির নখ, যা তিনি নানান রঙে সাজিয়ে রাখেন।
৩৪ বছর আগে বাবার পদাঙ্ক অনুসরণ করে শামান হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই সময় থেকেই নখ কাটা বন্ধ করে দেন। যদিও পরে বাবার পরামর্শে শামানের পথ থেকে সরে আসেন, তবুও নখ কাটার অভ্যাস আর ফেরেনি। লু জানান, নখ কাটার কথা ভাবলেই তিনি মানসিক ও শারীরিক অস্বস্তি অনুভব করেন।
এই লম্বা নখের যত্ন নিতেও তাকে নিতে হয় বিশেষ ব্যবস্থা। তিনি কখনোই নখ ভেজান না। বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত শুকিয়ে ফেলেন। ভেজা নখ নরম হয়ে গেলে পড়ে যেতে পারে বলে জানান তিনি। ভাঙা নখগুলো আলমারিতে যত্ন করে তুলে রাখেন, যদিও সেগুলো রেকর্ডে ধরা হয়নি।
পেশায় তিনি একজন চিত্রশিল্পী। অবাক করা বিষয় হলো, এত লম্বা নখ থাকা সত্ত্বেও তিনি স্বাভাবিকভাবে তুলি ধরে দেয়ালে চিত্র আঁকতে পারেন। তার কাজ দেখলে অবাক হন সবাই।
মন্তব্য করুন: