[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইরান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় এবং জনগণের জীবন-জীবিকাকেই অগ্রাধিকার দিচ্ছে।

পেজেশকিয়ান জানান, নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে আমেরিকা অতীতে ইরানকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিশেষজ্ঞ ও জনগণের ঐক্যের ওপর নির্ভর করে দেশ তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেবে।

পারমাণবিক ইস্যুতে তিনি স্পষ্ট করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি, ভবিষ্যতেও করবে না। তবে অন্যায় শর্ত মেনে নেবে না দেশটি। এদিকে নিষেধাজ্ঞার পর ইরানের অস্ত্রচুক্তি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, তেহরান পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো ইরানকে সতর্ক করে কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর