[email protected] মঙ্গলবার, ৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফের দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করবে ভারত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ মে ২০২৫ ১৭:০৫ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ ও পাকিস্তান সংলগ্ন সীমান্ত রক্ষায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স -বিএসএফ এর পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি 'ফরোয়ার্ড হেডকোয়ার্টার' স্থাপন করা হবে। একই সঙ্গে ১৭ হাজার জওয়ানসহ ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আনুষ্ঠানিক অনুমোদন পেলে এটি বিএসএফের জন্য বড় সহায়তা হবে। গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে। আর ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের হামলার পর পাকিস্তান সীমান্তের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। 

নিরাপত্তা সংক্রান্ত মহলের বরাতে পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, বিএসএফ-এর ১৬টি নতুন ব্যাটালিয়ন আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে গঠন করা হবে।

তারা আরও জানায়, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনসহ কয়েকটি চূড়ান্ত অনুমোদন এখনো বাকি আছে, তবে সেগুলো শিগগিরই মিলবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বিএসএফ-এর ১৯৩টি ব্যাটালিয়ন রয়েছে, যারা পাকিস্তান ও বাংলাদেশ—এই দুই সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে। একটি ব্যাটালিয়নে ১০০০ বেশি সদস্য থাকে। সে অনুযায়ী নতুন ১৬টি ব্যাটালিয়নের মাধ্যমে ১৭০০০ সদস্য যুক্ত হবে।

তারা আরও জানায়, বিএসএফ-এর জন্য দুটি ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে।

এর মধ্যে একটি ঘাঁটি গড়ে তোলা হবে জম্মুতে, যাতে জম্মু ও পাঞ্জাবের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করা যায়। অন্যটি স্থাপন করা হবে মিজোরামে, যাতে বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়ানো যায়।

সোর্স: The Business Standard

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর