[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে রোমান্টিক শাকিব-বুবলী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শাকিব খান। এর কয়েকদিন পরই সেখানে গেছেন চিত্রনায়িকা বুবলী

সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর। মূলত ছেলেকে সময় দেওয়ার জন্যই শাকিবের আহ্বানে বুবলী নিউইয়র্ক গেছেন বলে জানা গেছে। 

শাকিবের সঙ্গে ছেলেকে নিয়ে একটি পার্কে ঘুরছেন বুবলী। এমন কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছেন বুবলী।

জানা গেছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে গোপনে ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেল্ট আইল্যান্ড বেছে নিয়েছেন এই তারকাদ্বয়। এর দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েও যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান। চলতি মাসেই শাকিবের দেশে ফেরার কথা রয়েছে।  

সোর্স: খবরের কাগজ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর