[email protected] সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ইতালিতে নারী শক্তি সংগঠনের বৈশাখী মেলা উদযাপন!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ মে ২০২৫ ১৫:০৫ পিএম

ফাইল ছবি

পোপ ফ্রান্সিসের মৃত্যু এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার বাংলা নতুন বর্ষকে বরণ করতে বৈশাখী মেলাগুলো এখনো চলছে। ইতালি প্রবাসী নারীদের নিয়ে গঠিত নারী শক্তি সংগঠন মন্তানিওয়ালা পার্কে আয়োজন করে বর্ষবরণ উৎসবের।

এখানে বাংলাদেশি নারী ছাড়াও নতুন প্রজন্মের শিশু-কিশোর এবং ইতালীয়রাও অংশগ্রহণ করেন। দেশীয় নানা খাবার, আমাদের সংস্কৃতির নানা প্রদর্শনীর পাশাপাশি নেচে-গেয়ে নারী এবং কিশোরীরা মেতে ওঠেন এই বৈশাখী উৎসবে।

বাংলাদেশের সংস্কৃতি নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। ইতালীয়রা বললেন, বাংলাদেশি পোশাক তাদের ভালো লাগে।

এই বৈশাখী উৎসবে নারী শক্তি মহিলা সংগঠনের পক্ষ থেকে কৃতী ও বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মান জানিয়ে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

সোর্স: কালবেলা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর