জাপানের প্রযুক্তি উদ্ভাবনে নতুন সংযোজন ‘হিউম্যান ওয়াশিং মেশিন’ বিশ্বজুড়ে চর্চা তৈরি করেছে। ওসাকার সাম্প্রতিক বিশ্ব এক্সপোতে প্রদর্শিত এই স্বয়ংক্রিয় গোসল–যন্ত্রটি এখন বাজারেও পাওয়া যাচ্ছে।
জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সাইন্স ইনকরপোরেশন তৈরি করেছে বিশেষ ক্যাপসুল আকৃতির এই মেশিন, যেখানে ব্যবহারকারী শুয়ে পড়লেই পুরো শরীর ধোয়ার প্রক্রিয়া শুরু হয়, বিনা নড়াচড়া, বিনা ঝামেলায়।
ঢাকনা বন্ধ হতেই মেশিনের ভেতরে ডিম লাইট, সফট মিউজিক, মাইক্রোবাবল শাওয়ার ও মিস্ট স্প্রে সক্রিয় হয়, যা একধরনের স্পা–অভিজ্ঞতা তৈরি করে। অত্যাধুনিক সেন্সর ব্যবহারকারীর হৃৎস্পন্দনসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক পর্যবেক্ষণ করে। ফলে কোনো অস্বস্তি বা স্বাস্থ্যঝুঁকি দেখা দিলে মেশিন স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেয়।
ওসাকার কয়েকটি হোটেল ইতোমধ্যে অতিথিদের সুবিধার জন্য এই মেশিন বসানো শুরু করেছে। ১৫ মিনিটের মধ্যেই গোসল, পরিষ্কার, শুকানো, সব কিছু শেষ হয়, এবং ব্যবহারকারীর হাত বা তোয়ালে কিছুই লাগে না।
মেশিনটির দাম প্রায় ৬ কোটি ইয়েন (৩ লাখ ৮০ হাজার ডলার)। যদিও ধারণাটি একেবারে নতুন নয়, ১৯৭০ সালের ওসাকা এক্সপোতেও এর একটি প্রোটোটাইপ প্রদর্শিত হয়েছিল। সেই স্মৃতি থেকেই জাপানি প্রতিষ্ঠান সাইন্সের বর্তমান সভাপতি আধুনিক প্রযুক্তিতে নতুন সংস্করণ তৈরি করেন।
মন্তব্য করুন: