সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণেই দৃশ্যটি অনেকের চোখে পড়ে। এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে গতকাল ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবারের চ্যাম্পিয়নস ট্রফির ৮ দলের মধ্যে ৭ দলের পতাকা লাগানো হয়েছে। নেই শুধু ভারতের পতাকা।
তখনই প্রশ্ন ওঠে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কি ইচ্ছাকৃতভাবে ভারতের পতাকা লাগায়নি? সামাজিক যোগাযোগমাধ্যমেও ওঠে আলোচনার ঝড়। আজ এর ব্যাখ্যা দিয়েছে পিসিবি।
পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি পিসিবির পরিকল্পিত কোনো পদক্ষেপ ছিল না; বরং আইসিসির নির্দেশনার কারণে এমনটি হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আইসিসির নির্দেশনা অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে—আইসিসি, পিসিবি এবং সেদিনের ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলের। যেহেতু ভারতীয় দল পাকিস্তানে কোনো ম্যাচ খেলবে না, তাই দেশটির তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ভারতের পতাকা উড়বে না।
পিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘আইসিসি নির্দেশ দিয়েছে যে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে—আইসিসি, পিসিবি এবং সেদিনের ম্যাচে অংশ নেওয়া দুই দল। বিষয়টি একদম পরিষ্কার।’
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে আগামীকাল। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
‘এ’ গ্রুপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গী বাংলাদেশ ও ভারত। ‘বি’ গ্রুপে খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
সোর্স: প্রথম অলো
মন্তব্য করুন: