ajbarta24@gmail.com শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১

বিপিএলে দল থেকে বাদ পড়ে ভালোই হয়েছে : সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২ পিএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৩২ পিএম

সংগৃহীত

ইতিবাচকতা এমন এক জিনিস, যা চাইলে সবচেয়ে খারাপ কিছু থেকেও বের করে ফেলা যায়। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন উদাহরণ হতে পারেন এই বিষয়ে। বিপিএলের শেষ আট ম্যাচে ফরচুন বরিশালের একাদশে জায়গা হয়নি তার। এ নিয়ে চারদিকে নানা শোরগোল—অথচ তিনি কি না এতেও ইতিবাচক কিছুই খুঁজে পেলেন!

বিপিএলের শেষদিকে নাজমুলের অনুশীলনের ঠিকানা বদলে গিয়েছিল। ফরচুন বরিশালের সঙ্গে একাডেমি মাঠ নয়, তিনি অনুশীলন করেছেন ইনডোরের মাঠে জাতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গে। ম্যাচ না খেলার ইতিবাচক দিকটা তিনি খুঁজে পেয়েছেন এখানেই।

কীভাবে? চ্যাম্পিয়নস ট্রফির আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে তাই ব্যাখ্যা করেছেন নাজমুল, ‘ম্যাচ খেলতে পারি নাই, এর ভেতরেও ইতিবাচক কিছু দিক ছিল। নিয়মিতই অতিরিক্ত ব্যাট করার সুযোগ পেয়েছি। কীভাবে আরেকটু প্রস্তুত হতে পারি, ওখানে কোচরা সাহায্য করেছে। পাশাপাশি আমি ফিটনেসটা নিয়েও কাজ করেছি। বিপিএলের ওই সময়টা খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আশা করছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, চ্যাম্পিয়নস ট্রফিটা ভালো যাবে।’

ফরচুন বরিশালের একাদশ থেকে তো আর এমনি এমনি বাদ পড়েননি। পারফরম্যান্সটা খুব একটা সুবিধার ছিল না নাজমুলের। প্রথম যে পাঁচ ম্যাচে সুযোগ পেয়েছেন, করেছেন কেবল ৫৬ রান। আন্তর্জাতিক ম্যাচেও এই সংস্করণে খুব একটা সুবিধা করতে পারেননি নাজমুল। গত বছর ২০ টি-টোয়েন্টি ইনিংসে ৩৫৮ রান করেছেন বটে, তবে স্ট্রাইক রেট ১০২.৫৭।

সংক্ষিপ্ত সংস্করণে সুবিধা করতে না পারলেও ওয়ানডেতে ঠিকই রান করেছেন নাজমুল। সবশেষ ১০ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৯৩ রান, গড়টা ৬১.৬২। এই সংস্করণে নিজের শেষ ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ৭৬ রানের ইনিংস খেলেছেন।

ওই স্মৃতি মনে করার স্বস্তি আছে নাজমুলেরও, ‘ওয়ানডের স্মৃতিটা আমার ভালো, শেষ ম্যাচে ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সঙ্গে। টি-টোয়েন্টিতে ভালো অবস্থানে নেই। জিনিসটা হলো আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর মোটামুটি রান করেছি, কিন্তু স্ট্রাইক রেট হয়তো ওরকম আপ টু দ্য মার্ক ছিল না। কিন্তু সব মিলিয়ে যদি রানের কথা বলেন, রান মোটামুটি ভালো করেছি। যদিও আমার সক্ষমতা, আমি বিশ্বাস করি এর চেয়েও আমি ভালো ব্যাটসম্যান। ওই ফরম্যাট নিয়ে চিন্তা করছি না, ওয়ানডে ফরম্যাটটা ভালো যাচ্ছে।’

নাজমুলের ওয়ানডে খেলার স্মৃতি অবশ্য বেশ পুরোনো। গত বছর নভেম্বরের শুরুর দিকে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকতে পারেননি চোটের কারণে। ম্যাচ প্রস্তুতির ওই ঘাটতি কীভাবে কাটাবেন?

বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘অনেক দিন পর ম্যাচ খেলব, ম্যাচ প্রস্তুতিটা এখানে হচ্ছে। গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে, আজকেও হবে। সামনে একটা প্রস্তুতি ম্যাচ আছে। হয়ে যাবে। এই ফরম্যাটটা তো ছোটবেলা থেকে অনেক বেশি খেলি, মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হবে না।’

সোর্স: প্রথম অলো 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর