আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজেলউড খেলতে পারবেন নাকি পারবেন না, তা নিয়ে এতোদিন বেশ শঙ্কা ছিল। অবশেষে শঙ্কাই সত্যি হলো। কামিন্স ও হ্যাজেলউডকে ছাড়াই পাকিস্তানের বিমান ধরতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।
চোটের কারণে শেষ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন দুই তারকা পেসার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে চোটের কারণে দুঃসংবাদ দিয়েছিলেন তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। এ ছাড়া স্কোয়াডে থাকা মার্কাস স্টয়নিসও হঠাৎ করেই আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফিতে ইনজুরিতে পড়েন কামিন্স। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হয়নি তার। তবুও কামিন্সকে নিয়ে দল ঘোষণা করে অস্ট্রোেলিয়া। তবে শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছেড়েনি। নিজেকে ফিট করে তুলতে পারেননি অজি অধিনায়ক।
অন্যদিকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্রিসবেনে তৃতীয় টেস্টের পর কোমরের ইনজুরিতে পড়েন হ্যাজেলউড। পরে ওই সিরিজ থেকেই ছিটকে যান ডানহাতি এই পেসার।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ক্রিকেট ডটকম ডটএইউ’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আগে এলোমেলো সর্বোচ্চ সংখ্যক বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে প্যাট, জশ এবং মিচেল কিছু ইনজুরির সমস্যায় ভুগছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত সময়ে সেরে উঠতে অপারগ। বিষয়টি আমাদের জন্য বেশ হতাশার। একইসঙ্গে তরুণ ক্রিকেটারদের জন্যও অস্ট্রেলিয়ার হয়ে বৈশ্বিক ইভেন্টে পারফর্ম করার সুযোগ খুলে দেবে।’
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। যেখানে অস্ট্রেলিয়া ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সঙ্গে। নিজেদের প্রথম ম্যাচে ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি হবে। পরবর্তীতে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অজিরা যথাক্রমে মোকাবিলা দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের।
সোর্স: চ্যানেল 24
মন্তব্য করুন: