গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলামের। এরপর ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর চলে যান আত্মগোপনে। সেখানে বেশ কিছুদিন নীরব থেকে ইদানিং ফেসবুকে নিয়েমিত পোস্ট দিয়ে যাচ্ছেন তিন। এরমধ্যে বুধবার (১ জানুয়ারি) সকালে
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলামের। এরপর ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর চলে যান আত্মগোপনে। সেখানে বেশ কিছুদিন নীরব থেকে ইদানিং ফেসবুকে নিয়েমিত পোস্ট দিয়ে যাচ্ছেন তিন।
এরমধ্যে বুধবার (১ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক আইডিতে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম।
তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’
এ নিউজ লেখা পর্যন্ত তার স্ট্যাটাসটি সাতান্নটি লাইক, উনত্রিশটি কমেন্ট ও একটি শেয়ার হয়। এতে অনেকেই তার পক্ষে কমেন্ট করেন। আবার কেউ তার বিরুদ্ধে লেখেন।
আল মামুন নামে একজন লিখেছেন, ‘কিরে ভণ্ড হাজার হাজার নিরীহ মানুষদের জঙ্গি নাটক সাজিয়ে খুন করেছত। এই মুহূর্তে তোমাকে দেশে খুব প্রয়োজন।’
মো. রাজু পারভেজ মল্লিক নামে একজন লিখেছেন, ‘নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন ভাই।’
মন্তব্য করুন: