[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

হৃৎস্পন্দন চলছে, শ্বাসও আছে, তবু কেন ‘ব্রেন ডেথ’ বলা হয়?

হাদি কি আসলেই ব্রেইন ডেথ করেছে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রেন ডেথ’ নিয়ে নানা আলোচনা চলছে। অনেকে বলছে হাদি না কি ব্রেন ডেথ করেছে।তবে বাস্তবিক অর্থে ব্রেন ডেথ কী, তা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে।

চিকিৎসাবিজ্ঞানে ব্রেন ডেথ বলতে বোঝায় মস্তিষ্ক ও ব্রেনস্টেমের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া। এ অবস্থায় ব্যক্তি নিজে থেকে শ্বাস নিতে পারেন না, কোনো অনুভূতি বা প্রতিক্রিয়া দেখান না এবং মস্তিষ্ক শরীরকে আর কোনো নির্দেশ দিতে সক্ষম থাকে না। যন্ত্রের সহায়তায় সাময়িকভাবে শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন চালু রাখা গেলেও চিকিৎসাগত ও আইনগতভাবে ওই ব্যক্তিকে মৃত ধরা হয়।

স্ট্রোক, মারাত্মক মাথায় আঘাত, অক্সিজেনের অভাব, বড় ধরনের ব্রেন সার্জারি বা সংক্রমণের কারণে ব্রেন ডেথ হতে পারে। এটি কোমার সঙ্গে এক নয়। কোমায় থাকা রোগীর মস্তিষ্কে কিছু কার্যক্রম থাকে এবং অনেক ক্ষেত্রে তারা জ্ঞানেও ফিরতে পারেন। কিন্তু ব্রেন ডেথে ফেরার কোনো সম্ভাবনা থাকে না।

ব্রেন ডেথ ঘোষণা করেন বিশেষজ্ঞ নিউরোলজিস্টরা। একাধিক ধাপে প্রতিক্রিয়া, রিফ্লেক্স ও নিজে শ্বাস নেওয়ার সক্ষমতা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরই এটি ঘোষণা করা হয়। একবার ব্রেন ডেথ ঘোষণা হলে আইন অনুযায়ী সেটিই মৃত্যুর সময় হিসেবে গণ্য হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর