[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ভারতে বসেই পাকিস্তানকে তথ্য দিচ্ছে মোদির ঘরের লোকেরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের বিমান বাহিনীর এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। ১২ ডিসেম্বর রাতে তেজপুরের পাতিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কুলেন্দ্র শর্মা নামের ওই সাবেক কর্মকর্তাকে। তিনি তেজপুর এয়ারফোর্স স্টেশনে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ২০০২ সালে অবসর নেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দীর্ঘদিন নজরদারি ও প্রাথমিক তদন্তের পর তাকে আটক করা হয়। পুলিশের দাবি, কুলেন্দ্র শর্মা পাকিস্তানি একটি গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে সংবেদনশীল সামরিক তথ্য সরবরাহ করতেন। তার মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে সন্দেহজনক উপাদান উদ্ধার করা হয়েছে, যদিও কিছু গুরুত্বপূর্ণ ডেটা আগেই মুছে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সনিদপুর জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ হরিচরণ ভূমিস জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাবে না। গ্রেপ্তারের পর ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিরাপত্তা সংস্থার মতে, পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের সীমান্তবর্তী অঞ্চল, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সংক্রান্ত তথ্য সংগ্রহে স্থানীয় অসাধু নাগরিকদের ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে ধীরে ধীরে গোপন তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ। এই ধরনের ঘটনা ভারতের নিরাপত্তা ব্যবস্থায় গভীর উদ্বেগ তৈরি করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর