[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হলে তাকে এই বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগের কথা দিল্লির কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উসকানিমূলক বক্তব্য ও তৎপরতা চালাচ্ছেন, যা বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

এদিকে, হাইকমিশনার তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস নোটে দাবি করেছে, ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে ব্যবহার করতে দেয়নি।

প্রেস নোটে আরও বলা হয়, বাংলাদেশে একটি মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া জরুরি। ভারত আশা করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর