প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের দুই ঘনিষ্ঠ সহযোগী মো. মিলন ও হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ১৪ ডিসেম্বর ভোরে হেমায়েতপুরের জাদুর চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার দিন আলমগীরের সঙ্গে আটক দুজনের মধ্যে শতাধিকবার ফোনালাপ হয়েছে। আলমগীরের ফোন থেকে মিলনের নম্বরে ৭৪ বার এবং হাবিবের নম্বরে ৫২ বার যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। ভিডিও ফুটেজ ও বিআরটিএ যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া নম্বরের ভিত্তিতে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে র্যাব। তাকে ৫৪ ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।
অন্যদিকে হামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল।
১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় শরিফ ওসমান হাদির ওপর। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় সরাসরি জড়িত শুটারকে শনাক্ত করা হলেও এখনো মূল হামলাকারী ও পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গ্রেপ্তারের আশাবাদ আইনশৃঙ্খলা বাহিনীর।
মন্তব্য করুন: