[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

বাংলাদেশ নিয়ে ভারতের নীতি কি সহযোগিতা না আধিপত্য নিয়ন্ত্রণ?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ এখন আর ছোট খেলোয়াড় নয়। ক্রমবর্ধমান অর্থনীতি, চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি প্রভাব—সব মিলিয়ে প্রতিবেশী ভারত আজ বাংলাদেশকে ঘিরে এক ধরনের কৌশলগত উদ্বেগে রয়েছে। অনেকেই বলছেন, ভারতের এই “মাথাব্যথা” আসলে ভয় নয়, বরং প্রভাব ধরে রাখার চেষ্টা।

বাংলাদেশ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য এক গুরুত্বপূর্ণ গেটওয়ে। সাতটি রাজ্যের সঙ্গে মূল ভারতের সংযোগ মাত্র ২২ কিলোমিটারের সিলিগুড়ি করিডোর দিয়ে। বাংলাদেশ এই অঞ্চলের জন্য বিকল্প রুট ও বাণিজ্য পথ হিসেবে বিশাল কৌশলগত গুরুত্ব বহন করে।
বিশ্লেষকদের মতে, “বাংলাদেশ যদি চীন বা অন্য কোনো শক্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিরাপত্তা ও বাণিজ্য—দুই দিক থেকেই বিপদে পড়বে।”

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের অংশগ্রহণ দিন দিন বাড়ছে—পদ্মা সেতু, পায়রা বন্দর, চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনসহ নানা অবকাঠামোতে চীনা বিনিয়োগ স্পষ্ট।
ভারত আশঙ্কা করছে, এটি চীনের তথাকথিত “String of Pearls” কৌশলের অংশ—যেখানে ভারতকে ঘিরে রাখতে চীন বিভিন্ন দক্ষিণ এশীয় দেশে ঘাঁটি ও প্রভাব বিস্তার করছে।

গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ার সাফল্যের মডেল হিসেবে উঠে এসেছে। এক সময় ভারতের পেছনে থাকা দেশটি এখন মাথাপিছু আয়ে একাধিকবার ভারতকে ছাড়িয়ে গেছে।
গার্মেন্টস রপ্তানি, ওষুধ শিল্প এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি ভারতের শিল্পখাতে প্রতিযোগিতা তৈরি করছে।
অর্থনীতিবিদরা বলছেন, “দিল্লি এখন ঢাকাকে শুধু বন্ধু নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখতে বাধ্য হচ্ছে।”

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, এমনকি রোহিঙ্গা ইস্যু নিয়েও ভারত উদ্বিগ্ন। অন্যদিকে, ভারতের রাজনীতিতে “বাংলাদেশি অনুপ্রবেশকারী” শব্দটি অনেক সময় ভোটের ইস্যু হয়ে দাঁড়ায়।
ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক কখনও কখনও বাস্তবতার চেয়ে আবেগ ও রাজনীতির চাপে পড়ছে।

একসময় ভারতের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নির্ভরশীল বাংলাদেশ এখন তুলনামূলকভাবে আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী।
জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা, এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা দক্ষিণ এশিয়ায় এক নতুন ভারসাম্য তৈরি করেছে।
ভারত ও বাংলাদেশের সম্পর্ক সবসময়ই ছিল সহযোগিতা ও সন্দেহের মিশ্রণ। দুই দেশের মধ্যে বাণিজ্য, নদী, সংস্কৃতি ও নিরাপত্তা ইস্যু যতটা ঘনিষ্ঠতা আনে, ততটাই আবার নতুন দ্বন্দ্বের বীজ বপন করে।
বিশেষজ্ঞদের মতে, “বাংলাদেশকে ঘিরে ভারতের ভয় নয়, বরং নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাই মূল বিষয়। আর বাংলাদেশ যত আত্মবিশ্বাসী হচ্ছে, এই নিয়ন্ত্রণ ততই কঠিন হয়ে পড়ছে।”

 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর