নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর গণহত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি বলেন, “ওরা খ্রিষ্টানদের গণহারে হত্যা করছে, এটা হতে দেওয়া হবে না।” ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সেনা পাঠানো বা বিমান হামলার মতো পদক্ষেপ বিবেচনা করছে।
তবে নাইজেরিয়া সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিয়েবি ইমোমোটিমি এবিয়েনফা বলেন, “নাইজেরিয়ায় কোনো খ্রিষ্টান গণহত্যা ঘটছে না। সন্ত্রাসীরা ধর্ম নির্বিশেষে মানুষ হত্যা করছে—খ্রিষ্টান, মুসলিম, এমনকি ঐতিহ্যবাহী উপাসকরাও নিহত হচ্ছেন।”
সরকার জানিয়েছে, এসব সহিংসতার পেছনে বোকো হারাম, আল-কায়েদা ও আইএস-সংঘটিত জঙ্গিগোষ্ঠীগুলো দায়ী, যারা এক দশকেরও বেশি সময় ধরে দেশজুড়ে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেন, নাইজেরিয়া ধর্মীয় সহনশীলতার দেশ এবং সাম্প্রতিক সময়ে একজন খ্রিষ্টান জেনারেলকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগই তার প্রমাণ।
মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দাবি তথ্যভিত্তিক নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ACLED-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে নাইজেরিয়ায় ১,৯২৩টি হামলার মধ্যে মাত্র ৫০টি ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত। বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ার সংকট মূলত রাজনৈতিক ও জাতিগত, ধর্মীয় নয়।
মন্তব্য করুন: