ajbarta24@gmail.com শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১

বাংলাদেশের সবচেয়ে বড় সাপ!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪ ২১:১০ পিএম

অজগর

বাংলাদেশে কয়েক শ প্রজাতির সাপ আছে। এর মধ্যে কিছু বিষধর আবার কিছু নির্বিষ। কিছু সাপ খুব ছোট কিছু আবার ইয়া বড়। এ র মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় সাপ অজগর।


অজগর দেখতে যেমন বিশাল, তেমনি মোটা। মানুষের ধারণা, অজগর মানুষ দেখলেই ধরে গিলে ফেলে। আসলে ব্যাপারটা তেমন নয়। অজগরের কিছু ইন্দোনেশিয়ান প্রজাতি ভুল করে মানুষ খেয়ে ফেলে—মাঝে মাঝে এ খবর মিডিয়া আসে বটে। কিন্তু বাংলাদেশে অজগরের মানুষ খাওয়ার ইতিহাস বিরল। কারন অজগর খুব শান্ত প্রাণী।
বাংলাদেশে দুই ধরনের অজগর আছে।
এর একটির নাম ময়াল বা দেশীয় অজগর। একে ভারতীয় অজগরও বলে, ইংরেজি নাম রক পাইথন।
অন্যটির নাম গোলবাহার বা বার্মিজ পাইথন।
তবে এটা ভারতীয় অজগরের একটি উপপ্রজাতি।
অজগরের দৈর্ঘ্য ১০ থেকে ১৬ ফুট পর্যন্ত হয়। এদের ওজন আকৃতিভেদে ৫০-১০০ কেজি হতে পারে।
বাংলাদেশের সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে অজগর বেশি দেখা যায়। ম্যানগ্রোভ, বনাঞ্চল, এবং জলাভূমি এই সাপের জন্য আদর্শ আবাসস্থল। এরা জলে ও স্থলে সমানভাবে বিচরণ করে। এমনকি গাছে চড়তেও এরা সমান পারদর্শী।
এরা খাদ্য হিসেবে সাধারণত ছোট থেকে মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী, পাখি, ইঁদুর এবং কখনো কখনো অন্য সরীসৃপও খায়। অজগর শিকারের জন্য সাধারণত লুকিয়ে থাকে এবং হঠাৎ আক্রমণ করে। অজগর শিকারকে তার শক্তিশালী দেহ পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপর সেটাকে আস্ত গিলে খায়। একবার শিকারের পর দীর্ঘদিন এদের আর খাবারের প্রয়োজন হয় না।
প্রজনন মৌসুমে স্ত্রী অজগর ২০ থেকে ১০০টি ডিম পাড়তে পারে। ডিম থেকে বাচ্চা ফোটাতে প্রায় ২ থেকে ৩ মাস সময় লাগে। এই সময়কালে মা অজগর ডিমগুলোর ওপর বসে তা দেয়।
অজগর মানুষের জন্য বিপজ্জনক নয়। এরা আক্রমণাত্মকও নয়। খুব বেশি বিপদে না পড়লে, পেটে ক্ষুধা না থাকলে অন্য প্রাণীদের বিরক্ত করে না। তবে বড় আকারের অজগর মাঝে মাঝে গবাদি পশু শিকার করে। তাই মানুষ অজগর দেখলেই পিটিয়ে মেরে ফেলে। এ প্রবণতা বন্ধ করা উচিত। কারণ জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অজগর টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর