প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৪ ১৯:১০ পিএম
শিকার ধরা ও নিজে অন্যের শিকার হওয়া থেকে বাঁচতে সব সময় সতর্ক থাকতে হয়। ঘুমহীনতা এদের প্রজাতিকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছে।
প্রাণীদেহের জন্য ঘুম একটি অপরিহার্য বিশ্রাম প্রক্রিয়া। ঘুম কম হলে কিংবা দীর্ঘদিন না ঘুমালে নানা রকম জটিল অসুখ বাসা বাঁধে প্রাণীদেহে। মানুষের ক্ষেত্রে এই ঘুমটা আরো বেশি দরকারী। একটানা কয়েক দিন না ঘুমালে মানুষ স্রেফ উন্মাদ হয়ে উঠবে।
কিন্তু বিশ্বে বুলফ্রগ নামের এক ধরনের প্রাণী আছে, যারা কখনো ঘুমায় না।
বুলফ্রগ হলো বড় আকারের এক ধরনের ব্যাঙ। এদের বাংলাদেশ বা আশপাশের অঞ্চলে দেখা মেলে না।
বুলফ্রগ শিকারি প্রাণী। শিকার ধরা ও নিজে অন্যের শিকার হওয়া থেকে বাঁচতে সব সময় সতর্ক থাকতে হয়। ঘুমহীনতা এদের প্রজাতিকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছে।
এরা বাস করে উত্তর আমেরিকায় গহিন জঙ্গলে। বুলফ্রগ দিনের পর দিন জেগে থাকতে পারে। মাঝে মাঝে দীর্ঘক্ষণ বিশ্রাম নেয় বটে, তবে তা মোটেও প্রকৃত ঘুমের পর্যায়ে পড়ে না।
বুলফ্রগ যখন বিশ্রাম নেয়, তখনো এর মস্তিষ্ক বেশ সক্রিয় থাকে।
সেই সময়টাকে অন্য কোনো প্রাণীর ঘুমের সঙ্গে মেলাতে পারেননি বিজ্ঞানীরা। তাই নিশ্চিতভাবেই বলা যায়, বুলফ্রগ নামের এই ব্যাঙটি কখনোই ঘুমায় না।
মন্তব্য করুন: