ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

সরকারকে সেন্টমার্টিনের কুকুরদের দায়িত্ব নিতে বললেন নিলয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪ ২১:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলার সময় নেই তার। তবে বিভিন্ন সময় দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।

ফেসবুকে সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়াতে বললেন এই অভিনেতা।


নিলয় আলমগীর লিখেছেন, ‘সাংবাদিক ভাইদের অনুরোধ করবো, আপনারা প্লিজ সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে কিছু লিখেন। সরকারকে তো দায়িত্ব নিতে হবে। এত এত কুকুর, খাবারের অভাবে মরে যেতে পারেনা।

তিনি আরও বললেন, ‘তাছাড়া দেশে কুকুর নিয়ন্ত্রণের জন‍্য বন্ধ‍্যাত্বকরণ কোনো কর্মসূচী সরকার নিয়েছে কিনা, আর যদি সরকার কোনও পদক্ষেপ নিয়েও থাকে সাধারণ মানুষ সেটা জানেনা কেনো?’

সবশেষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নির্মিত ‘সাত দিনের কমিশনার’ শিরোনামের নাটকে নিলয়কে দেখা গিয়েছে কমিশনার চরিত্রে।
‘সাত দিনের কমিশনার’ নাটকটি পরিচালনা করেছেন সজিব খান। ইমরাউল রাফাতের চিত্রনাট্যে নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন নির্মাতা। এতে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর