[email protected] সোমবার, ১০ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

শাহরুখের হাতে আসছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

ছবি : সংগৃহীত

বলিউডে তুমুল আলোচনার জন্ম দিয়েছে শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘কিং’। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য আর তারকাবহুল কাস্টিং—সব মিলিয়ে এটি এখনই ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে কাহিনি ও অ্যাকশন দৃশ্যের পরিধি বাড়তে বাড়তে বাজেট এখন দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটিতে, যেখানে এখনো প্রচারণার খরচ যোগ হয়নি। প্রথমে পরিচালক সুজয় ঘোষ এই প্রকল্প শুরু করলেও পরে সিদ্ধার্থ আনন্দ দায়িত্ব নেন এবং শাহরুখের সঙ্গে মিলে নতুন গল্প ও ভিশন তৈরি করেন।

সিনেমাটিতে থাকবে ৬টি বিশাল অ্যাকশন সিকোয়েন্স, যার তিনটি বাস্তব লোকেশনে ও বাকিগুলো বিশেষভাবে নির্মিত সেটে শুট হবে। শাহরুখের পরিচিতি দৃশ্যের জন্যই নাকি ব্যয় হচ্ছে বিপুল অর্থ—যা ছবির প্রধান আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে।

‘কিং’-এর প্রযোজনায় আছেন গৌরী খান, মমতা আনন্দ এবং শাহরুখ নিজেও অন্যতম প্রযোজক। ট্রেড বিশ্লেষকদের মতে, এটি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের প্রকল্প, যা ২০২৬ সালে মুক্তির পর ভারতীয় বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রাখে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর